শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে ৮৮ কেজি গাঁজা, প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১২ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে ৮৮কেজি গাঁজা, একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
সোমবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাভেটকার যোগে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজা বহন করে কুমিল্লা জেলায় নিয়ে যাচ্ছে। পরবর্তীতে র‌্যাবের একটি আভিযানিক দল প্রাইভেট কারটিকে ধাওয়া করে। পরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৮কেজি গাঁজা, একটি প্রাইভেট করা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে আসামীরা জানায়, তারা টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী গাঁজা সরবরাহ করে থাকে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন