বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খেলা ও সংস্কৃতিপ্রেমিদের জন্য ভিসা দেবে সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৫৫ পিএম

খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দর্শক হিসেবে অংশগ্রহণের জন্য সউদী আরব আগামী ডিসেম্বর মাস থেকে বহিরাগতদের ভিসা দেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটিতে পর্যটন শিল্পকে উৎসাহিত করতে প্রথমবারের মতো তারা এই উদ্যোগ নিল।
‘লাইভ খেলা, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভক্তদের জন্য সউদী আরব প্রথমবারের মতো তাদের সীমান্ত খুলে দিবে। আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানাতে অনলাইন ভিসা আবেদনের ব্যবস্থা চালু করা হয়েছে, মঙ্গলবার জানায় সউদীর জেনারেল স্পোর্টস অথরিটি।
কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরে রিয়াদের কাছে ফরমুলা ই-মোটর রেসিং প্রতিযোগিতা উপলক্ষ্যে এটি প্রথমবার চালু করা হবে। পর্যটন প্রধান প্রিন্স সালমান বিন আবদুল আজিজ গত বছর বলেছিলেন ২০১৮ সালের প্রথম ভাগে সেখানে ইলেকট্রনিক ভিসার ব্যবস্থা চালু করা হবে। বর্তমানে সেখানে কেবল প্রবাসী শ্রমিক, তাদের পরিবার ও হজযাত্রীদের ভিসা দিয়ে থাকে।
সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার কার্যক্রম ‘ভিশন ২০৩০’-এর একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে পর্যটন শিল্পকে উন্নত করা। সূত্রঃ এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন