শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন রণতরীর নোঙরের আবেদন চীনের প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে একটি মার্কিন রণতরীর হংকংয়ে নোঙর করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন। মঙ্গলবার হংকংয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরে মার্কিন উভচর রণতরী ওয়াসপের সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের বন্দরে নোঙর করার কথা রয়েছে। মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেন, চীন সরকার ইউএসএস ওয়াসপকে হংকং বন্দরে নোঙর করার অনুমোদন দেয়নি। তিনি জানান, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সফলভাবে হংকংয়ে নোঙর করছি। আর আমরা সে ধারা ধরে রাখার আশা করছি। এদিকে চীন এ ধরনের কোনো অনুরোধ প্রত্যাখ্যান করেছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং। বেইজিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, হংকং বন্দরে মার্কিন সামরিক জাহাজের নোঙরের আবেদনের প্রসঙ্গে বলা যায়, সার্বভৌমত্ব নীতি ও পরিস্থিতি অনুযায়ী চীন সরকার একের পর এক এ ধরনের অনুমোদন দিয়ে গেছে। তবে তিনি এর বেশি বিস্তারিত কিছু জানাননি। এর আগে ২০১৬ সালে রণতরী জন সি স্টেনিসের নেতৃত্বাধীন একটি মার্কিন বহরের হংকংয়ে নোঙরের আবেদন বাতিল করে দেয় চীন। সে সময় দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক দাবি নিয়ে উত্তেজনা চরমে ছিল। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন