শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদক ও প্রযুক্তির অপবব্যহার থেকে সন্তানদের বাঁচাতে হবে -জেলা প্রশাসক, কক্সবাজার

বিশেষ সংবাদদাতা,কক্সবাজার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৩৫ পিএম

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, কক্সবাজার থেকে মাদকের বদনাম ঘুচাতে হবে।

মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। এই ক্ষেত্রে অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে। তাই সন্তানদের পড়ালেখার প্রতি মনোনিবেশ রেখে তাদের গড়ে তোলার ব্যাপারে মা-বাবার ভূমিকা অনেক বেশী। শত ব্যস্ততা সত্যেও সন্তানকে গড়ে তোলার জন্য পিতা-মাতাকে সন্তানদের সময় দেয়ার আহবান জানান তিনি।
কক্সবাজার বায়তুশশরফ জাব্বারিয়া একাডেমীর ছাত্র-শিক্ষক অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক কামাল হোসেন একথা বলেন।
একাডেমীর প্রধান মুহাম্মদ তৈয়ব এর সভাপতিত্বে একাডেমী মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম। সাংবাদিক তোফায়েল আহমদ, মাষ্টার ফরিদ আহমদ প্রমুখ।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। পাঁচ সহস্রাধিক ছাত্র-ছাত্রী
এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এবারে এসএসসি পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন