শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একমাত্র পথ নিরস্ত্রীকরণ : পম্পেও

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেছেন, উত্তর কোরিয়ার সামনে একমাত্র পথ হচ্ছে কূটনীতি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ। এ পথ থেকে সরে গেলে তারা আরো বেশি একঘরে হবে এবং চাপের মুখে পড়বে বলে সতর্ক করে দেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে পম্পেও বলেন, “নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অব্যর্থ এবং জোরালভাবেই বহাল রাখতে হবে যতক্ষণ না আমরা পরিপূর্ণ, চূড়ান্ত, যাচাই করা পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে নিশ্চিত হতে পারি। পরিষদের সদস্যদেরকে এ প্রচেষ্টায় দৃষ্টান্ত স্থাপন করতেই হবে।” পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ২০০৬ সাল থেকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। চলতি বছর জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিন্তু এরপর উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণে ধীরগতির কারণে উভয়পক্ষের মধ্যে আলোচনা বেশ কিছুদিনের জন্য থমকে যায়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন