বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেতাজিকে হত্যা করেছেন স্ট্যালিন : সুব্রহ্মণিয়ম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বিজেপির বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার এমপি সুব্রহ্মণিয়ম স্বামী শনিবার দাবি করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে হত্যা করার পিছনে ছিলেন জোসেফ স্ট্যালিন। সুভাষ বোস যখন রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন তখনই এই হত্যাকাণ্ড ঘটে বলে দাবি সুব্রহ্মণিয়ন স্বামীর। ত্রিপুরার রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক গৌরব সংস্থা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বামীর দাবি, সুভাষ বোস ১৯৪৫ সালে প্লেন দুর্ঘটনায় মারা যাননি। তিনি কম্যুনিস্ট রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই তাঁকে হত্যা করা হয়। তিনি বলেন, ব্রিটিশরা ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে স্বাধীনতা দিয়েছিল, তার কারণ ছিল নেতাজি সুভাষ চন্দ্র বোসের আজাদ হিন্দ সরকার, যে সরকার আজ থেকে ৭৫ বছর আগে সিঙ্গাপুরে গঠিত হয়েছিল। ১৯৪৮ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলির ভারত সফরের কথা উল্লেখ করে সুব্রহ্মণিয়ম স্বামী বলেন, একটি প্রশ্নের উত্তরে ক্লেমেন্ট অ্যাটলি বলেছিলেন যে তাঁরা বুঝতে পেরেছিলেন, ভারতবাসী যদি তাঁদের সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তাহলে তাঁদের পক্ষে কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। তিনি বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের বিশেষ মর্যাদা দেয়, তা শুধু দেশের প্রেসিডেন্টের একটি নোটিফিকেশন জারির মাধ্যমে যেকোনও সময়েই বাতিল করা যেতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন