বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একতরফা পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না উ.কোরিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

একতরফাভাবে পরমাণু কর্মসূচি পরিত্যাগ না করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো। তিনি বলেন, ওয়াশিংটন যতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে ততদিন পিয়ংইয়ং ‘কোন অবস্থাতেই’ একতরফাভাবে নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না। তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখে যুক্তরাষ্ট্র নিজের প্রতি পিয়ংইয়ং-এর অবিশ্বাস আরও গভীর করে তুলছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রতি গভীর অবিশ্বাসের কারণে আমরা জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও ছাড় দেবো না এবং আমরা আগেই নিজেদের নিরস্ত্র করবো না।’ সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ‘উল্লেখযোগ্য মাত্রায়’ সদিচ্ছার পরিচয় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রি ইয়ং-হো বলেন, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখা, পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেয়া এবং পরমাণু অস্ত্র ও প্রযুক্তির বিস্তার না ঘটানোর প্রতিশ্রুতি দেওয়ার মতো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং। কিন্তু এর বিনিময়ে আমেরিকার পক্ষ থেকে কোনো পাল্টা পদক্ষেপ দেখতে পায়নি উত্তর কোরিয়া। রয়টার্স, পার্স টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন