শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পটিয়ায় শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পটিয়া স্টুডেন্ট ফোরামের উদ্যোদে পটিয়া স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সেমিনার ২০১৮ গত শনিবার পটিয়া ইন্দ্রপোল হল টু ডে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, চ.বি. আইন অনুষদ ডিন প্রফেসার এবিএম আবু নোমান, শিক্ষাবিদ ও গবেষক সামশুদ্দিন শিশির, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ এড. হুমায়ুন কবির, চবি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফোরকান, কক্সবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন উচ্চশিক্ষা লাভের মাধ্যমে সকল শিক্ষার্থীকে দেশ এগিয়ে নেয়ার চেষ্টা চালাতে হবে। চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন বলেন শিক্ষা ছাড়া জাতি গঠনে কোন বিকল্প নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন