শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলম্বো বন্দরে দুই জাপানি যুদ্ধজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ৬:৪৪ পিএম

জাপানের মেরিটাইম সিকিউরিটি ফোর্সের ডেস্ট্রয়ার ইনাজুমা ও হেলিকপ্টার ক্যারিয়ার কাগা এক শুভেচ্ছা সফরে কলম্বো বন্দরে পৌছেছে। শ্রীলংকা নৌবাহিনী ঐতিহ্য অনুসরণ করে রোববার যুদ্ধজাহাজকে দুইটিকে স্বাগত জানিয়েছে।
এসজে কাগা ১৯,৯৫০ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন ২৪৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজ। এতে ৪০০ নৌসেনা রয়েছে। অন্যদিকে ৪,৫০০ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাসম্পন্ন এসজে ইনাজুমায় নৌসেনা রয়েছে ১৭০ জন।
জাহাজ দুটি পাঁচ দিন শ্রীলংকায় অবস্থান করবে। এসময় শ্রীলংকা নৌবাহিনীর আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে জাপানি নৌসেনারা। ৪ সেপ্টেম্বর জাহাজ দুটি কলম্বো বন্দর ত্যাগ করবে।
সফরকালে জাপানের মেরিটাইম সিকিউরিটি ফোর্সের চতুর্থ এসকর্ট ফ্লোটিলার কমান্ডার রিয়ার এডমিরাল তাতসুয়া ফুকুদা এবং জেএস কাগার ক্যাপ্টেন হিদেকি মিজুতা ও জেএস ইনাজুমার কমান্ডার ইউকি ওসিমিজু ১ অক্টোবর শ্রীলংকার নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল শ্রীমেভান রানাসিঙ্গের সঙ্গে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে। সূত্রঃ রয়টার্স।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন