বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিটিবিটিও নির্বাহী সচিব ল্যাসিনা জারবো ঢাকা আসছেন কাল

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আগামীকাল ঢাকা আসছেন সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার নির্বাহী সচিব ল্যাসিনা জারবো। ২০১৩ সালের ১লা আগস্ট দায়িত্ব গ্রহণের পর বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকারী জারবোর এটাই প্রথম বাংলাশে সফর। তিনদিনের আনুষ্ঠানিক সফর করবেন তিনি।
সিটিবিটিও নির্বাহী সচিবের সফরসূচিতে রয়েছে, ৪ঠা অক্টোবর ল্যাসিনা জারবো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী-এর সঙ্গেও সৌজন্য বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বক্তৃতা এবং বাংলাদেশে অবস্থিত সিটিবিটিও-এর আওতাধীন মনিটরিং স্টেশন ও ডাটা সেন্টারের কার্যক্রমের ওপর ব্রিফিং-এ অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ল্যাসিনা জারবোর এই সফর বৈশি^ক নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্রের নিষিদ্ধকরণ বিষয়ে বাংলাদেশের সক্রিয় অবস্থানের গুরুত্বকে অধিকতর দৃশ্যমান করবে। এছাড়া, পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত শিক্ষা ও গবেষণা এবং মানবকল্যাণে এর শান্তিপূর্ণ ব্যবহার, বিশেষত ভূমিকম্প ও সুনামির মত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের বিষয়ে সহযোগিতা এ সফরের মাধ্যমে আরো জোরদার হবে।
উল্লেখ্য, বাংলাদেশ গতবছরের ২০শে সেপ্টেম্বর পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে (টিপিএনডব্লিউ) স্বাক্ষর করে। এছাড়া, বাংলাদেশ প্রায় সকল বৈশ্বিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে স্বাক্ষরকারী দেশ, যেমন- পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ সংক্রান্ত চুক্তি (এনপিটি), সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি), রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (সিডব্লিউসি), প্রথাগত অস্ত্র সংক্রান্ত চুক্তি (সিসিডব্লিউ), জৈব অস্ত্র নিরোধ চুক্তি (বিটিডব্লিউসি), মানব-বিধ্বংসী মাইন নিরোধ চুক্তি (এপিএমবিটি) ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন