শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাফটা বাতিল, নতুন ইউএসএমসিএ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মেক্সিকোকে সঙ্গে নিয়ে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির (নাফটা) পরিবর্তে নতুন চুক্তি কার্যকর হবে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ) নামের এই চুক্তির ফলে কানাডার দুগ্ধজাত পণ্যের বাজারে আরও বেশি মার্কিন পণ্য প্রবেশের সুযোগ পাবে। আর যুক্তরাষ্ট্রে কানাডার গাড়ি রফতানি নির্দিষ্ট করে দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র-কানাডার যৌথ বিবৃতিতে এই চুক্তির বিস্তারিত জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন থেকেই নাফটা চুক্তি বদলের কথা বলে আসছেন। এই চুক্তির আওতায় প্রায় এক হাজার কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়ে থাকে। তবে কানাডা এই চুক্তি থেকে বের হয়ে যেতে পারে বলে শঙ্কা তৈরি হয়। রবিবার যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ বিবৃতিতে বলা হয়, আজ কানাডা ও যুক্তরাষ্ট্র মেক্সিকো সঙ্গে নিয়ে একটি নতুন, ও ২১ শতকের উপযোগী আধুনিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দূত রবার্ট লাইথিজার ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ওই বিবৃতিতে স্বাক্ষর করেন। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন