শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিশ্বের ক্ষমতাধর দেশগুলো সামরিক শক্তিতে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। তারই জের ধরে এবার হাইপারসনিক বা শব্দের চেয়ে গতির ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষায় সফল হয়েছে চীন। ফলে মিসাইল পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। জানা গেছে, পরীক্ষা চালানো তিনটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটতে পারে। এ ব্যাপারে খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের ২১ তারিখে চীনের উত্তরপশ্চিমে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই মিসাইলগুলোর পরীক্ষা চালানো হয়। এদিকে, ওই মিসাইল পরীক্ষার ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন