মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইএসআই-জঙ্গি-সেনাবাহিনী চালায় পাকিস্তান : সুব্রহ্মণিয়ম

সেনাদের প্রস্তুত করো, একদিন গিয়ে দেশটাকে চার টুকরো করে দাও

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

ভারতে রাজ্যসভার এমপি ও বিজেপি নেতা সুব্রহ্মণিয়ম স্বামী বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কোনও অর্থ নেই। কারণ, পাকিস্তান চালায় আইএসআই, জঙ্গি ও সেনাবাহিনী। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করে বলেন, ইমরান খান নামেই প্রধানমন্ত্রী। আসলে তিনি চাপরাসির মতো কাজ করছেন। পাকিস্তান চালাচ্ছে আইএসআই, জঙ্গি ও সেনাবাহিনী। রোববার আগরতলায় সাংস্কৃতিক গৌরব সংস্থার ত্রিপুরা শাখার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সুব্রহ্মণিয়ম স্বামী। তিনি বলেন, পাকিস্তানের একটাই সমাধান। বেলুচিস্তানের লোকজন পাকিস্তানের সঙ্গে থাকতে চান না। সিন্ধুর লোকজনও পাকিস্তানের অংশ হতে চান না। পাশতুনরা পাকিস্তানের সঙ্গে থাকতে চান না। তাহলে পাকিস্তানকে চার ভাগে ভেঙে দিলেই হয়। বেলুচিস্তান, সিন্ধু, পাশতুন এবং পশ্চিম পাঞ্জাব। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মন্তব্য করার বিষয়ে সুব্রহ্মণিয়ম স্বামী বলেন, আমার মনে হয় জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে নিজের সময় নষ্ট করছেন পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, ভারত যখন কোনও বিষয়ে অভিযুক্ত করে তখন মানসিক স্বস্তি পায় পাকিস্তান। তাই পাকিস্তানকে সম্পূর্ণ অবহেলা করা উচিত। তিনি বলেন, নিজেদের সেনাদের প্রস্তুত করো এবং একদিন গিয়ে পুরো দেশটাকে চার টুকরো করে দাও। গেল আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের ফাঁকে উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা ভেস্তে যায়। কে২৪, ইকোনোমিক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন