শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ তৈরি করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৮, ২:২৭ পিএম
পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালি ব্যাগ তৈরী করবে সরকার। পাটের সুক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে এ বিশেষ ধরণের ব্যাগ তৈরি করা হবে। পরিবেশবান্ধব এ ব্যাগ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশি নাগরিক ড. মোবারক আহমেদ খান। 
 
বাণিজ্যিকভাবে তৈরি করতে যুক্তরাজ্য-ভিত্তিক কোম্পানি ফুটামুরা কেমিক্যাল লিমিটেডের সাথে বিজেএমসির এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 
 
মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী। 
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পাটের তৈরি বিশেষ ধরনের এ সোনালি ব্যাগ মাটিতে ফেললে তা মাটির সঙ্গে মিশে যাবে। ফলে এর দ্বারা পরিবেশ দূষণ হবে না। 
 
এ ব্যাগ ব্যাপকভাবে তৈরি করতে পারলে দামেও সাশ্রয়ী হবে। এর মাধ্যমে পাটের ব্যবহার বাড়লে ন্যায্য দাম পাবেন কৃষকেরা। আমরা পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে কাজ করছি। ইতোমধ্যে ২৮৫টি পাটজাত পণ্য দেশে তৈরি হচ্ছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammad Maniruzzaman ২ অক্টোবর, ২০১৮, ২:৪২ পিএম says : 1
Why foreign company is needed to produce jute bag? Are we are not competent even to produce jute bag of which we were world leader!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন