শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

না খেলেও দুইয়ে উঠলেন সাকিব

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের পেছনে আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ৭ পয়েন্ট পেছনে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬৯৯। গত নভেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা সাকিবের এই সংস্করণে আবার খেলতে লম্বা সময় অপেক্ষা করতে হবে। এক ধাপ এগিয়ে শীর্ষে থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছেন বোল্ট (৭০৬)। তিনে নেমে গেছেন এর আগে সবার ওপরে থাকা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। চোটের জন্য ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ছিলেন না অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। না খেলায় কমেছে তার রেটিং পয়েন্ট। ৬৯৫ পয়েন্ট নিয়ে এখন সাকিবের পেছনে আছেন তিনি। ২০১৬ সালে সাকিবেরও খেলা হয়নি একটিও ওয়ানডে। পরের তিনটি স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ত্রয়ী ইমরান তাহির, ডেল স্টেইন, মর্নে মর্কেল। শীর্ষ ১০-এ পরের চারটি স্থানে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাকিস্তানের সাইদ আজমল, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও পাকিস্তানের মোহাম্মদ ইরফান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন