মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ৩ দিনব্যাপী ‘ঝগঊ ঋরহধহপরহম: ইধহমষধফবংয ইধহশ এঁরফবষরহবং ধহফ অঢ়ঢ়ৎধরংধষ ড়ভ ঈৎবফরঃ চৎড়ঢ়ড়ংধষ’ শীর্ষক কর্মশালার অয়োজন করে। তিন ধাপে ব্যাংকের ১২৯টি শাখার ব্যবস্থাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো. জাকির হোসাইন এবং এসএমই ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান কর্মশালায় উপস্থিত ছিলেন। তারা এসএমই খাতে অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাসমূহ, মহিলা উদ্যোক্তাদের জন্য রি-ফাইন্যান্স স্কীম, এসএমই ঋণ প্রস্তাব প্রক্রিয়াকরণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। অন্যান্যদের মধ্যে ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক বক্তব রাখেন। প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন