শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাগরতলে বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট আন্ডার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সাগরতলের রেস্টুরেন্ট নতুন কিছু নয়। বিশ্বের অনেক দেশে এমন রেস্টুরেন্ট চালু আছে। গভীর পানিতে এসব হোটেলের স্বচ্ছ জানালা দিয়েই দেখা যায় সামুদ্রিক মাছসহ নানা প্রাণী। সাথে মজাদার খাবার তো রয়েছেই। এমন রোমাঞ্চকর পরিবেশের কারণে সমুদ্রতলের রেস্টুরেন্টের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। তারা এখন আরও উন্নত পরিবেশ চায়। মানুষের এমন চাহিদার বিষয়টি মাথায় নিয়েই নরওয়েতে প্রায় সাড়ে ১৬ ফুট পানির নিচে তৈরি হচ্ছে রেস্টুরেন্ট। এটাকে ‘আন্ডার’ নামে ডাকা হবে। সিএনএনের খবরে বলা হয়েছে, আন্ডারই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রতলের রেস্টুরেন্ট। যার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ হলে এতে ১০০ জন অতিথি একইসাথে প্রবেশ করতে পারবেন। মোট ৫ হাজার ৩০০ স্কয়ার ফিট জায়গার ওপর নির্মিত ৩টি ফ্লোর বিশিষ্ট এই রেস্টুরেট থেকে ৩৬ ফিট গভীর সমুদ্রতলের পরিবেশ উপভোগ করা যাবে। ইউরোপের প্রথম সমুদ্রতলের এই রেস্টুরেন্ট লম্বায় ১১০ ফুট। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালের বসন্তে আনুষ্ঠানিকভাবে এই রেস্টুরেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নরওয়ের এই রেস্টুরেন্টকে সাগরতলের রেস্টুরেন্ট বলা হলেও এর কাঠামোর কিছু অংশ পানির ওপরেও রয়েছে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন