শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

রাষ্ট্রায়ত্ত চিনিকলসমূহের ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) নিয়ন্ত্রিত চিনিকলসমূহের পরিচালকবৃন্দের উপস্থিতিতে গত ০১ ও ০২ অক্টোবর তারিখে চিনিশিল্প ভবনে “ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন-২০১৮” অনুষ্ঠিত হয়। সম্মেলনটি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো. আবদুল হালিম, সচিব, শিল্প মন্ত্রণালয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসএফআইসি এর চেয়ারম্যান জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

পরিচালকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, চিনিশিল্প করপোরেশনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যে চিনি উৎপাদনের পাশাপাশি পণ্য উৎপাদনেও বৈচিত্র্য আনতে হবে। তিনি চিনিশিল্পকে এগিয়ে নিতে ও লাভজনক করতে সঠিক কর্মপন্থা তৈরি ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, জনাব আবুল কাসেম, এবং মিসেস ফৌজিয়া নাহার ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেনসহ সকল ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন