শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দাবা অলিম্পিয়াডে চমকে দেয়া জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

বিশ্ব দাবা অলিম্পিয়াডে চমকে দেয়া জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জর্জিয়ার বাতুমিতে আসরের অষ্টম রাউন্ডে ওপেন বিভাগের খেলায় ৬৪ বাছাই বাংলাদেশ দল ২.৫-১.৫ গেম পয়েন্টে ২১ নম্বর বাছাইয়ের গ্র্যান্ড মাস্টারদের নিয়ে গড়া শক্তিশালী রোমানিয়াকে হারিয়ে দেয়। বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রোমানিয়ার গ্র্যান্ড মাস্টার ভাডা লেভেনটিকে হারান। গ্র্যান্ড মাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব রোমানিয়ার গ্র্যান্ড মাস্টার লুপুলেস্কো কন্সটেনটিনের সঙ্গে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রোমানিয়ার গ্র্যান্ড মাস্টার পারলিগ্রাস মিরসিয়া এমিলিয়ানের সঙ্গে এবং গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব রোমানিয়ার গ্র্যান্ড মাস্টার চিরিলা লোয়ান ক্রিস্টিয়ানের সঙ্গে ড্র করেন। অষ্টম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ ৮ খেলায় ১১ পয়েন্ট পেয়েছে। এই রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ মহিলা দলও। তারা ২.৫-১.৫ গেম পয়েন্টে ওয়েলসকে হারায়। বাংলাদেশের ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ওয়েলসের মহিলা ক্যান্ডিডেট মাস্টার শিবারাজাসিঙ্গাম ভেসিটিয়াকে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ক্যাম্প ইমোজেনকে হারান। মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা মহিলা ক্যান্ডিডেট মাস্টার শিবারাজাসিঙ্গাম সায়ান্নার সঙ্গে ড্র করেন। তবে মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ওয়েলসের মহিলা ফিদে মাস্টার রিচমন্ড জেইনের কাছে হার মানেন। বাংলাদেশ মহিলা দল ৮ খেলায় ৯ পয়েন্ট পয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন