শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

মুখের লাইকেন প্ল্যানাসে সতর্কতা

ডাঃ মোঃ ফারুক হোসেন | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মুখের লাইকেন প্ল্যানাস রোগীদের চিকিৎসায় সতর্ক থাকতে হবে। কারণ এক্ষেত্রে স্কোয়ামাস সেল ক্যান্সারের ঝুঁকি থেকে যায়। বায়োপসি করার আগে দেখে নেওয়া উচিত হেপাটাইটিস সি ভাইরাস আছে কিনা ? কারণ কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস সি ভাইরাসের কারণে ওরাল লাইকেন প্ল্যানাস হয়ে থাকে। এ রোগ হলে ধূমপান এবং এলকোহল সেবন কোনো ভাবেই করা ঠিক নয়। তাজা ফল ও শাকসবজি খেতে হবে। 

লিভারের কোনো রোগ থাকলে তার যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে। শরীরে এলার্জি থাকলে তার উৎস নিরূপন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার মুখে লাইকেন প্ল্যানাস থাকলে এন.এস.এ .আই.ডি. গোত্রভুক্ত ওষুধ সেবন করবেন না। বিকল্প ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে যদি প্রয়োজন হয়। মানসিকভাবে অবশ্যই চাপমুক্ত থাকতে হবে। পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ করতে হবে।

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল dr.faruqu@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন