প্রশ্ন: আমার বয়স ৫১ বছর। ডায়াবেটিসে আক্রান্ত। অনেক দিন যাবত ঘাড় ব্যথায় ভুগছি। প্রায় ১ মাস ব্যথার ঔষধ সেবন করেছি । ৭ দিন ফিজিওথেরাপিও নিয়েছি। ব্যথা ভালো হচ্ছে না । বরং ব্যথা এখন ঘাড় থেকে হাতে চলে যাচ্ছে। রাতে ডান হাত ঝিঁ ঝিঁ ধরে থাকে। আমি এই যন্ত্রণা থেকে উপশম চাই।
-মিরাজ ব্যাপারী, দক্ষিণখান, উত্তরা, ঢাকা।
উত্তর: বয়স ও উপসর্গ দেখে মনে হচ্ছে আপনি সারভাইক্যাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের হাড়ের ক্ষয় রোগে ভ‚গছেন। যেহেতু আপনি ডায়াবেটিস রোগী তাই দীর্ঘ দিন ব্যথার ঔষধ সেবন ঠিক হবে না । আপনার জন্য ৭ দিনের ফিজিওথেরাপি যথেস্ট নয় । তাছাড়া মানসম্মত সেন্টার থেকে ফিজিওথেরাপি না নিলে সুস্থতার সম্ভাবনা কম। একজন বিশেষজ্ঞের তত্বাবধানে ভালো সেন্টারে ২৮ দিন চিকিৎসা নিন।
প্রশ্ন: গত সপ্তাহে সামনে ঝুকে কাপড় কাঁচার সময় হঠাৎ তীব্র কোমর ব্যথা শুরু হয়েছে। স্বাভাবিক ভাবে নামাজ পড়তে পারছিনা। দাড়িয়ে বা বসে থাকলেও ব্যথার তীব্রতা বৃদ্ধি পায় । এর আগে দু একবার ব্যথা হয়েছিল, ব্যথার ঔষধ খেয়ে ভালো হয়েছি কিন্তু এবার ব্যথার ঔষধ কাজ করছে না। আমার বয়স ৪১। আমার উচ্চরক্তচাপ আছে। ডায়াবেটিস বর্ডারলাইনে।
- রহিমা বেগম, নোয়াখালী।
উত্তর: বর্ণনা শুনে মনে হচ্ছে আপনি পি এল আই ডিতে আক্রান্ত। কোমরের ডিস্ক সরে গিয়ে স্নায়ুর গোড়ায় ও স্পাইনাল কর্ডে চাপ সৃস্টি করেছে বলে আপনি সামনে ঝুকলে, দাড়ালে বা হাটলে ব্যথা বেড়ে যাচ্ছে। আপনার একটি এম আর আই করা প্রয়োজন । ডিস্কটা কতটুকু বের হয়েছে তার উপর চিকিৎসা নির্ভর করবে। এই সব রোগীকে সাধারনত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়।
প্রশ্ন : আমার নানীর ডান কাধে প্রচন্ড ব্যথা। জামা পড়তে, পিঠ চুলকাতে বা চুল বাধতে পারেন না। সারারাত ঘুম নেই উনার। খুব কষ্টে আছেন। সমাধান আছে কি? উনি ৩/৪ দিন ফিজিওথেরাপি নিয়ে ব্যথা আরো বেড়ে গেছে।
-স্নিগ্ধা রায়, ঢাকা।
উত্তর: উনার ফ্রোজেন সোল্ডার হতে পারে। তবে না দেখে সিদ্ধান্ত দেয়া দুরূহ। ফিজিওথেরাপি এর ক্ষেত্রে রোগ নির্নয়, চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসার মেয়াদ খুব গুরুত্বপুর্ণ। এই তিনটি বিষয়ের উপরই চিকিৎসার সাফল্য নির্ভর করে। মনে রাখবেন, সব কাধে ব্যথাই ফ্রোজেন সোল্ডার নয় । আবার সব ফ্রোজেন সোল্ডার ফিজিওথেরাপিতে ভালো নাও হতে পারে, সেক্ষেত্রে ইনজেকশন থেরাপির প্রয়োজন হতে পারে।
পরিচালক ও চীফ কনসালট্যান্ট
হাসনা হেনা পেইন এন্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার (এইচ পি আর সি)।
বাড়ি-০৭, শায়েস্তাখান রোড, সেক্টর-৪ , উত্তরা, ঢাকা-১২৩০।
মোবাইল: ০১৮৭২ ৫৫৫ ৪৪৪.
ইমেইল : drmali2008@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন