শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্বাচন কারো জন্য থেমে থাকবে না - বানিজ্যমন্ত্রী

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ১:১১ পিএম | আপডেট : ২:০৬ পিএম, ৫ অক্টোবর, ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ কারো জন্য থেমে থাকবে না। ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দূ্র্যোগ কালীন সময়ে ডিজিটাল পদ্বতিতে খাদ্য ও বীজ সংরক্ষন প্রকল্পের আওতায় পারিবারিক সাইলো বিতরন কালে বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এ সব কথা বলেন। গতকাল সকাল ১১ টায় ভোলা সদর উপজেলা অডিটোরিয়াম হলে নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি আরো বলেন প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দারিদ্রতা ও ক্ষুধা আজ নিরুদ্দেশ। নির্বাচন নিয়ে তিনি বলেন আগামী নির্বাচন যথা সময়েই হবে। কোন ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না। সে সময় প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছোট আকারে একটি সরকার থাকবে। তারা রুটিন ওয়ার্ক করবে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করবে এবং তারাই নির্বাচন পরিচালনা করবেন। সে ক্ষেত্রে সকল দলের অংশগ্রহনেই নির্বাচন হবে তিনি আশা করেন। তবে কেউ যদি সে নির্বাচনে না আসে সে জন্য নির্বাচন থেমে থাকবে না। সানের নির্বাচনে বিএনপি জামাত ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃস্টি করতে পারে তা আমাদের ঐক্যবধ্ব ভাবে মোকাবেলা করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ শাহাবুদ্দিন আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন,জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ সহ আ'লীগের নেতৃবৃন্ধ। ভোলা সদর উপজেলায় মোট ৮০০০ হাজার সুবিধাভোগী পরিবার এ সাইলো পাবেন। এ ছাড়াও ৩৫০ জনকে পানির ড্রাম, বয়া ও কন্টেইনার দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন