মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এক মণ ধানে কাঁঠাল

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বাসাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে এক মণ ধানে বিক্রি হচ্ছে একটি কাঁঠাল। উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার কৃষক নুরুল ইসলামের কাঁঠাল গাছে আগাম কাঁঠাল পেকেছে। কাঁঠালের এখনও পুরপুরি মৌসুম আসেনি। বেশি মূল্যে বিক্রি করা যাবে এই আশায় তিনি বাসাইল পৌর শহরে বিক্রির উদ্দেশে নিয়ে আসেন। হতাশ হননি তিনি। প্রতিটি কাঁঠাল ৫ শত টাকা করে বিক্রি করছেন। মৌসুমের শুরুতে গাছ পাকা কাঁঠাল খাওয়ার স্বাদই আলাদা, তাই ক্রেতারা টাকার মূল্যমানকে গুরুত্ব না দিয়ে রসনাবিলাসকেই গুরুত্ব দিলেন। আর এ সুযোগে বিক্রেতা পাচ্ছেন মোটা অংকের টাকা। বাসাইল পৌর শহরে ঘুরে ঘুরে তিনি কাঁঠাল বিক্রি করছেন। আগাম কাঁঠাল পাকা দেখে অনেকেই কেনার আগ্রহ নিয়ে ভিড় করছেন বিক্রেতার কাছে। কাঁঠাল কিনতে আসা এক ক্রেতা বলেন, এখনকার বাজারে ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ৭ শত টাকায়, কাঁঠাল আগাম পাকাতেই তিনি একটির মূল্য নিচ্ছে ৫শ’ টাকা, এক মণ ধান বিক্রি করলে একটি কাঁঠাল পাওয়া যায়। কাঁঠাল বিক্রেতা নূরুল ইসলাম বলেন, আমার ১০টি কাঁঠাল গাছ রয়েছে, প্রায় সবকটি গাছেরই কাঁঠাল আগাম পেকেছে। গত দু’দিন আগে একটি কাঁঠাল ৪ শত টাকা বিক্রি করেছি, আজ দু’টি কাঁঠাল ৫শ’ টাকা করে বিক্রি করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন