বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্টারপোল প্রধান চীনে নিখোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই চীনে নিখোঁজ হয়েছেন। গত মাসে তার স্ত্রী ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দ্যা টেলিগ্রাফ পত্রিকা এক প্রতিবেদনে এ খবর দিয়ে জানিয়েছে, হংওয়েই ফ্রান্সের লিওন শহরে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকেই নিখোঁজ রয়েছেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।
এমনকি তার অবস্থান সম্পর্কে কোন তথ্যও জানে না তার পরিবার। মেং হংওয়েই ২০১৬ সালে ইন্টারপোলের প্রধান হিসেবে আসীন হবার পর আগে চীনের পাবলিক নিরাপত্তা বিভাগের উপমন্ত্রী এবং কাউন্টার টেররিজম অফিসের কন্ট্রোল কমিশন ও কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্টারপোলের প্রধান নিখোঁজ হওয়া প্রসঙ্গে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ তাদের উদ্বেগ প্রকাশ করলেও এখনও পর্যন্ত ইন্টারপোলের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন