শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এই দেশে দ্বীনের সূচনা করেছেন কওমি উলামারা -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৮, ৪:৩৭ পিএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবান আসনের এম.পি বীর বাহাদুর উশৈসিং বলেছেন, এই দেশে দ্বীনের সূচনা করেছেন কওমি উলামারা। প্রধানমন্ত্রী সেই উপলব্ধি থেকে কওমি মাদ্রাসার দাওরা সনদকে মাস্টার্সের মান দিয়েছেন। তিনি গতকাল রবিবার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় মাঠে কওমি উলামা ঐক্য পরিষদ বান্দরবান জেলার উদ্যোগে প্রধানমন্ত্রী কর্তৃক দাওরা সনদকে মাস্টার্সের মান দেয়ায় বিশাল র‌্যালী ও শুকরিয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বীর বাহাদুর বলেন, বঙ্গবন্ধু দ্বীন ইসলামকে প্রসারিত করার জন্য মাদরাসা শিক্ষা বোর্ড গঠন করেছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশের জন্য ঢাকায় বিশ্ব ইজতেমার জমি দিয়েছেন।
বর্তমান সরকার ৭৪ কোটি টাকা ব্যয়ে কোরআনকে ডিজিটালাইজেশনের ব্যবস্থা করছেন উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, কোরআন হাদিসের মধ্যে মানুষের সব কল্যাণ নিহিত রয়েছে। তিনি বলেন, প্রধামন্ত্রী সকালে উঠে নিয়মিত ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত করেন। তারপর কাজের জন্য বের হন। সেজন্য প্রধানমন্ত্রীকে বার বার হত্যার চেষ্টার পরেও আল্লাহ রহমতে তিনি বেঁচে যান। কওমী সনদের স্বীকৃতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অতি সহজে বুঝানোর চেষ্টা করেছেন তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী এম,পি বলেছেন, ১৮৬৬ সালে ভারতের উত্তর প্রদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। তারই নীতিমালা ও সিলেবাস অনুযায়ী দাওরাকে মাস্টার্সের মান দেয়া হয়েছে। যাতে ভবিষ্যতে এই সনদকে বাদ দিতে না পারে সে জন্য শিক্ষা মন্ত্রণালয়, কেবিনেট ও সংসদে বিল পাশ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে কওমি মাদ্রাসা বোর্ডের সেক্রেটারী ও পটিয়া জামিয়া আল ইসলামিয়ার মহা পরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী বলেছেন, কোন দলের প্রচারের জন্য আমরা এই সমাবেশ করি নাই। শুধুমাত্র সনদের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া আদায়ের জন্য এ আয়োজন করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন কওমি উলামা ঐক্য পরিষদ, বান্দরবান জেলার আহ্বায়ক মাওলানা হোছাইন মুহাম্মদ ইউনুছ, উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, মাওলানা এহসানুল হক আল-মুঈন ও হাফেজ আজিজুল হক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন