বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফ্রিকার ছয় দেশ ২০২০ নাগাদ ম্যালেরিয়ামুক্ত হবে

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০২০ সাল নাগাদ আফ্রিকার ছয়টি দেশ ম্যালেরিয়া মুক্ত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আফ্রিকা মহাদেশেই ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে গত সোমবার ডব্লিউএইচও-র এই প্রতিবেদন প্রকাশিত হয়। ম্যালেরিয়ার বিরুদ্ধে ডব্লিউএইচও’র ২০১৬-২০৩০ প্রকল্পের বিভিন্ন লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো এ দশকের মধ্যে অন্তত ১০টি দেশ ম্যালেরিয়া মুক্ত করা। জেনেভাভিত্তিক সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ডব্লিউএইচও হিসাব করে দেখেছে এ সময়ের মধ্যে অন্তত ২৪টি দেশ ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব, যেগুলোর মধ্যে আফ্রিকা অঞ্চলের ছয়টি দেশও রয়েছে। আফ্রিকা মহাদেশেই ম্যালেরিয়ার বিস্তার সবচেয়ে বেশি। আফ্রিকার ওই ছয়টি দেশ হলো : আলজেরিয়া, বতসোয়ানা, কেপ ভার্দে, কমোরোস, দক্ষিণ আফ্রিকা এবং সোয়াজিল্যান্ড। অন্য যে দেশগুলো ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব সেগুলো হলো : চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, একুয়েডর, সুরিনাম, সউদি আরব, ইরান, ওমান, শ্রীলঙ্কা, ভূটান, তিমুর ও নেপাল। এ মাসের শুরুতে প্রকাশিত ডব্লিউএইচও’র অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে ইউরোপ, মধ্য এশিয়া ও ককেসাস অঞ্চলের দেশগুলো থেকে ম্যালেরিয়া নির্মূল হয়েছে। ডব্লিউএইচও’র পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সারা বিশ্বে ২১ কোটি ৪০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৪ লাখ ৩৮ হাজার জনের মৃত্যু হয়েছে। নিহত ১০ জনের মধ্যে নয়জনই সাব-সাহারা আফ্রিকার দেশগুলোর বাসিন্দা ছিল। খবরে বলা হয়, ম্যালেরিয়ার বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৬-২০৩০ কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে এ দশকের শেষ নাগাদ কমপক্ষে দশটি দেশ থেকে ম্যালেরিয়া রোগ নির্মূল করা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন