বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূতের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ৯:১৭ পিএম
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। মঙ্গলবার 
মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে তিনি 
পদত্যাগপত্র জমা দেন। এক টুইটার বার্তায় ট্রাম্প নিকি হ্যালির পদত্যাগের 
খবর নিশ্চিত করেছেন।
সাউথ ক্যারোলিনার সাবেক প্রশাসক নিকি হ্যালির পদত্যাগ করার কারণ জানানো 
হয়নি। টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘সাড়ে দশটায় ওভাল অফিসে আমার বন্ধু 
রাষ্ট্রদূত নিকি হ্যালি একটি বড় ঘোষণা দিয়েছেন।’
এর আগে হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স টুইটারে জানান, সকালে 
রাষ্ট্রদূত নিকি হ্যালি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এর পরেই 
আসে পদত্যাগের সিদ্ধান্ত।
বিশ্লেষকরা বলছেন, নিকি হ্যালির পদত্যাগ ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা। 
তিনি ট্রাম্প সরকারের অন্যতম একজন বিচক্ষণ যোদ্ধা ছিলেন। সূত্র: সিএনএন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন