শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিজাব খুলতে অস্বীকার করায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণকারী দেশটির একজন অন্ধ ক্রীড়াবিদ তার হিজাব খুলতে অস্বীকার করায় প্রতিযোগিতায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মিফতাহুল জান্নাহ নামের ওই অন্ধ ক্রীড়াবিদকে চলতি মাসের ৭ তারিখ অযোগ্য ঘোষণা করার পর পরেই ইন্দোনেশিয়ার জনগণ তার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। ২১ বছর বয়সী অন্ধ হিজাবী ক্রীড়াবিদ যখন জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মাঠে নেমেছিলেন তখন খেলা পরিচালনাকারী রেফারি তাকে তার হিজাব খুলে ফেলতে আহবান জানান। কিন্তু মিফতাহুল জান্নাহ তার হিজাব খুলতে অস্বীকার করায় রেফারি একদিন পূর্বে জুডো প্রতিযোগিতায় হিজাব নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়ে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অযোগ্য ঘোষণা করেন। এর পরেই অন্ধ এই ক্রীড়াবিদ কান্নায় ভেঙ্গে পড়েন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন