বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পেছাল বিপিএল প্লেয়ার ড্রাফট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ষষ্ঠ আসর এ বছর বসছে না এটা নিশ্চিত। তাই এ আসরের সব কিছুই যেন উল্টো পথে হাঁটছে। জাতীয় নির্বাচনের অজুহাতে নভেম্বর-ডিসেম্বর মাসের বিপিএল পিছিয়ে দেয়া হয়েছে পরের বছর অর্থাৎ ২০১৯ সালের জানুয়ারি মাসে। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ জানুয়ারিকে ধরা হয়েছে। যে কারণে বিপিএল থেকে হারিয়ে গেল একটি বছর। পুরো আসরই যখন পিছিয়ে দেয়া হলো, তখন স্বাভাবিকভাবেই অনেক কিছু পেছনে হাঁটছে। যার অন্যতম প্লেয়ার ড্রাফট। আগামী ২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য তারিখ নির্ধারণ করা হলেও এবার তা পেছানো হলো। তিন দিন পিছিয়ে প্লেয়ার ড্রাফটের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তার আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওইদিন ঢাকায় উপস্থিত না থাকা। তবে আসল কারণ হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৪ এবং ২৬ অক্টোবর। ওই সময় বিসিবির অধিকাংশ কর্মকর্তাই অবস্থান করবেন বন্দর নগরীতে। এই দুই ম্যাচের মাঝে ২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট আয়োজন করতে গেলে সত্যি সত্যিই কর্মকর্তা কিংবা ফ্রাঞ্চাইজিদের অনেককেও পাওয়া যাবে না। এ কারণেই মূলতঃ তিনদিন পিছিয়ে দেয়া হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন