শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গণস্বাস্থ্য কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ৮:৫৭ এএম

রাজধানীর ধানমন্ডীর গণস্বাস্থ্য কেন্দ্র গতকাল বিকেলে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করেনি। তারা কেন বা কি কারণে হাসপাতালে এসেছিল তা জানা যায়নি। ধানমন্ডি থানা ঘেরাওয়ের বিষয়টি স্বীকার করেনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ এ বিষয়ে বলেন, গতকাল বিকেল ৫ টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর ৮/১০ জন সদস্য কেন্দ্রের সামনের সড়কে অবস্থান নেন। তবে তারা কেউ ভেতরে প্রবেশ করেনি। তারা কেন এসেছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, গতকাল ডায়ালাইসিসশেষে রাত পৌনে ৯ টার দিকে হাসপাতাল ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ। এছাড়া তিনি বাসায় পৌঁছেছেন বলে তার মেয়ে নিশ্চিত করেছেন। হাসপাতাল সংশ্লিষ্টদের ধারণা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে দেখা করতে বা কোন বিষয়ে আলাপ করতে তারা এসে থাকতে পারেন। এদিকে, জাতীয় ঐক্য সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলছেন, আতঙ্ক তৈরি করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণস্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে থাকতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আকাশ ১২ অক্টোবর, ২০১৮, ১:৪৮ এএম says : 1
জাতীয় ঐক্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের দাবিটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন