শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন সিনেটের অনুমোদন পেলেন আর্ল মিলার

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ৬:১৭ পিএম | আপডেট : ৬:৩৭ পিএম, ১৩ অক্টোবর, ২০১৮

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের অনুমোদন পেয়েছেন আর্ল রবার্ট মিলার। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকার মার্কিন দূতাবাস সূত্র জানায়, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন আর্ল রবার্ট মিলার। তবে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে আনুষ্ঠানিকভাবে শপথ নিতেহবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে বেশ কিছুদিন আগে আর্ল রবার্ট মিলারের নাম ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বর্তমানে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বতসোয়ানায় মার্কিনরাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনস্যুলেটেকনসাল জেনারেল ছিলেন। যুক্তরাষ্ট্র সরকারের হয়ে ওয়াশিংটন, সানফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন তিনি। এছাড়াও মিলার ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এলসালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মিলার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন