বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

উইঘুর মুসলিমদের তুরস্ক পাঠানো হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মালয়েশিয়ায় আটক হওয়া ১১ উইঘুর (চীনা নাগরিক) মুসলিমকে তুরস্কে পাঠিয়েছে দেশটি। চীন থেকে পালিয়ে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের দায়ে বন্দি ছিলেন তারা। গত বছর থাইল্যান্ডের কারাগার থেকে পালিয়ে মালয়েশিয়ায় গিয়ে আবার আটক হয়ে কারাগারে ছিলেন ওই ১১ জন। চীন সরকার পক্ষ থেকে ওই ১১ জনকে হস্তান্তরের জন্য মালয়েশিয়ার কাছে অনুরোধ জানিয়েছিল। কিন্তু মাহাথির মোহাম্মদ সরকার চীনের অনুরোধ উপেক্ষা করে তাদেরকে তুরস্কে পাঠিয়ে দিয়েছেন। তবে মালয়েশিয়ার সদ্যবিদায়ী নাজিব রাজাক সরকার ইতিপূর্বে উইঘুর মুসলিমদের চীনের কাছে হস্তান্তর করেছেন। কিন্তু এবার মানবিক কারণ দেখিয়ে তাদের ফেরত দেয়নি মাহাথির মোহাম্মদ সরকার। ওই ১১ জন উইঘুর গত ৪ বছর আগে থাইল্যান্ডের কারাগারে অন্তরীণ হয়েছিলেন। গতবছর থাইল্যান্ডের কারাগার থেকে পালিয়ে তারা মালয়েশিয়া প্রবেশ করে। উইঘুর স¤প্রদায়ের ওই ১১ জনের আইনজীবী ফাহমি মঈন জানান, মানবিক কারণে মঙ্গলবার তাদেরকে বিমানে করে কুয়ালালামপুর থেকে তুরস্কে পাঠানো হয়েছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের চেম্বার তাদের বিরুদ্ধে চার্জ প্রত্যাহার করেছে। আল-জাজিরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাজ্জাদ ১৪ অক্টোবর, ২০১৮, ২:৪৭ এএম says : 0
বিশ্বে এসব কি শুরু হলো ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন