বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রিকেটের অবমাননা করেছে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদ্দাম উদ্যাপন, নিজেদের অন্তরের ক্ষোভ উগরে দেওয়া কিংবা মারলন স্যামুয়েলসের সেই পা টেবিলে তুলে সংবাদ সম্মেলন- আইসিসি কোনোটাকেই ভালোভাবে নেয়নি। গত রোববার দুবাইয়ে আইসিসির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর ক্যারিবীয় ক্রিকেটারদের আচরণকে ‘ক্রিকেটের প্রতি অবমাননা’ বলে অভিহিত করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এ ব্যাপারে ক্যারিবীয় ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনাও করছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সফল আয়োজন ও প্রতিযোগিতার একটি চমৎকার ফাইনালের আনন্দ ক্যারিবীয় ক্রিকেটারদের আচরণের কারণে কিছুটা হলেও ¤øান হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য তাদের খেলোয়াড়দের এই আচরণের জন্য আইসিসির বৈঠকে ক্ষমা প্রার্থনা করেছে। তবে শুধু সমালোচনাই নয়, ভালো কিছু দিকও এদিন উঠে এসেছে আইসিসির এই সভা থেকে। যেমন ক্যারিবীয় নারী দলসহ অনূর্ধ্ব-১৯ দলটির চ্যাম্পিয়ন হওয়ায় সাধুবাদ জানানো, ভারতসহ বিসিসিআইকে সফল টি-২০ বিশ্বকাপ আয়োজনে এবং বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষ ও বিসিবিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ধন্যবাদ জানিয়েছে আইসিসি।


 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন