শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সচিবালয়ের অভ্যন্তরে গাছের নামফলক উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির গাছে স্থাপন করা হয়েছে নামফলক। গতকাল রোববার বিকেলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ নামফলক স্থাপন উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রী বলেন, সচিবালয়ের অভ্যন্তরে গাছ লাগিয়ে একটি সবুজ-শ্যামল পরিবেশ তৈরি করা গেলে এখানে কর্মকর্তা কর্মচারিদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। এজন্য তার মন্ত্রণালয়ের উদ্যোগে আরো বেশি করে গাছ লাগানোর ব্যবস্থা করা হবে।
সচিবালয়ের অভ্যন্তরে ২৭ প্রজাতির ১০০টি ফলদ গাছ, ২৫ প্রজাতির ৩৬২ টি বৃক্ষ ৩৪ প্রজাতির ৪৫৮টি সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে। সচিবালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও অক্সিজেন ভান্ডারকে সমৃদ্ধ ভবিষ্যতে আরো গাছ, ফুল ও ফলের চারা রোপণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন