বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আবারও সভা বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:৩১ পিএম

মতের মিল না হওয়ায় আবারো সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের ৩৬তম সভা শুরু হয়।

মাহবুব তালুকতার নিজেই নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিৎ করেছেন।

জানা যায়, বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় এবং তার মতামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে নোট অব ডিসেন্ট দিয়েছেন তিনি। সভা শুরু হওয়ার মাত্র ১০ মিনিট পর সভা বর্জন করে বের হয়ে নিজের রুমে চলে আসেন এ কমিশনার।

এর আগে গত ৩০ আগস্ট কমিশনের ৩৫তম সভাও নোট অব ডিসেন্ট দিয়ে বর্জন করেছিলেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
বেলায়েত হোসেন ২৯ জানুয়ারি, ২০২২, ৬:৫৬ এএম says : 0
ধৈর্য এবং পরম সহিষ্ণুতার সাথে দায়িত্ব পালন করা দরকার। নইলে সাংবিধানিক পদের মর্যাদাহানি হয়। আজ্ঞাবহ এবং ধামাধরা কমিশন দেশ জাতি রাস্ট্র এবং সরকারের জন্যও কল্যাণকর নয়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন