শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গোলান মালভূমিতে ইসরাইলের দাবি প্রত্যাখ্যান

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার গোলান মালভূমির উপর ইসরাইলের দাবি নাকচ করে দিয়েছে জাতিসংঘ। সিরিয়ার গোলান মালভূমি ‘চিরদিন’ ইসরাইলের অধিকারে থাকবে- ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবি নাকচ করে দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চীনের রাষ্ট্রদূত লিউ জিয়াই যিনি চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ গত মঙ্গলবার এক সিদ্ধান্তে সম্মত হয়েছে যে, গোলান মালভূমির পরিচয় অপরিবর্তিত থাকবে। লিউ জিয়াই ১৯৮১ সালের এক প্রস্তাবের উল্লেখ করেন যাতে বলা আছে, দখলকৃত সিরীয় গোলান মালভূমিতে কোনো ধরনের আইন, বিচার ও প্রশাসন ক্ষমতা প্রয়োগের ইসরাইলি সিদ্ধান্ত অবৈধ এবং সেটা আন্তর্জাতিক কোনো আইনি প্রভাব ছাড়াই। লিউ জিয়াই বলেন, ‘গোলান মালভূমি ‘চিরদিন’ ইসরাইলের হাতে থাকবে’ চলতি মাসের নেতানিয়াহুর এমন মন্তব্যে নিরাপত্তা পরিষদের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে। ১৯৬৭ সালে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল ও ১৯৮১ সালে নিজেদের ভূ-খ-ের সাথে যুক্ত করে নিলেও কখনোই আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন