শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চন্দনাইশে তিন দিনব্যাপী ওরশ শুরু

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদস্থ হজরত শাহ সুফি মুফতি ছৈয়দ মোহাম্মদ মমতাজ আলী (ক.ছি.আ.)-এর ১৮, ১৯ ও ২০ অক্টোবর তিন দিনব্যাপী নবম বার্ষিক ওরশ শুরু হয়েছে।
উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফে মমতাজিয়া ট্রাস্টের পরিচালনায় পীরে কামেল হজরত শাহ সুফি ছৈয়দ মৌলানা মোহাম্মদ আলী শাহের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ওরশ মোবারক শুরু হয়।

এ উপলক্ষে ওই দরবার শরিফে চন্দনাইশ উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন ও উদ্বোধনী দোয়া মাহফিল ট্রাস্টের প্রধান নির্বাহী পরিচালক পীরে কামেল মৌলানা মোহাম্মদ মতি মিয়া মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলোয়াত করেন শাহজাদা সৈয়দ মৌলানা আহসান আলী। মৌলানা মোহাম্মদ বশির উদ্দীনের পরিচালনায় ওই সাংবাদিক সম্মেলন ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার, মৌলানা মোহাম্মদ মুফতি আলী আহম্মদ মমতাজী, মৌলানা মোহাম্মদ ইকবাল হোসেন মমতাজী, শাহজাদা মো. শেখ ফরিদ উদ্দীন প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইনকিলাব ও এন টিভির প্রতিনিধি মাওলানা এম এ মোহসিন।
তিন দিনব্যাপী এ ওরশে দেশ-বিদেশের ইসলামি চিন্তাবিদ, সুফি, গবেষক ও ওলামায়ে কেরামগণ ওরশ মোবারকে তকরির করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন