শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর পৌরসভার ২ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : বিগত দুই মেয়রের আমলের সোয়া ৯ কোটি টাকার বিদ্যুৎ বিলের বোঝা নামতে শুরু করেছে যশোর পৌর পরিষদের মাথা থেকে। নবনির্বাচিত মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ইতোমধ্যে বকেয়া বিলের ২ কোটি ১ লাখ ৫৮ হাজার ২৪৪ টাকা পরিশোধ করেছেন। মঙ্গলবার মেয়রের নেতৃত্বে পৌর পরিষদ ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন লিমিটেড (ওজোপাডিকো লি.) যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আলমের কাছে বিলের চেক তুলে দেন।
২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত যশোর পৌরসভার ৩১টি পানির পাম্প ও ৯ হাজার ৫০০ সড়ক বাতি ব্যবহার করে ৯ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এর মধ্যে এ টাকা পরিশোধ করা হয়। অবশিষ্ট টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করা হবে। দায়িত্ব নেয়ার মাসখানেকের মধ্যে বকেয়া দেনা পরিশোধের এই উদ্যোগকে সাহসী ভূমিকা হিসেবে মনে করছেন পৌরবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন