শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

২০১৭’র মে মাসে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আয়ারল্যান্ড সফর

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ডিসেম্বর-জানুয়ারির পর লম্বা একটা গ্যাপ। আগামী বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নেই বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সূচি। সে কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের প্রাক্কালে ইংলিশ কন্ডিশনের সঙ্গে আগে-ভাগে খাপ খাইয়ে নিতে আয়ারল্যান্ড সফরের প্রস্তাব লুফে নিয়েছে বিসিবি। আগামী বছরের এপ্রিল-মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনে শংকা দেখা দেওয়ায় মে মাসে বাংলাদেশও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব সম্প্রতি দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। সে প্রস্তাবে বিসিবির সম্মতি দেওয়ার কথা জানিয়েছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ‘চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে আয়ারল্যান্ড সফরে আমরা রাজি হয়েছি। নিউজিল্যান্ডও এই সিরিজে খেলতে আগ্রহী।’
২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেতে হলে ২০১৭’র ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ৮ এ থাকতে হবে (ইংল্যান্ডকে বাদ দিয়ে ৭ এর মধ্যে)।  র‌্যাংকিংয়ে নিচু সারির দলগুলোর কাছে হেরে গেলে র‌্যাংকিংয়ে অবনমনের শংকা থাকে বলে আপাতত পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সাথে পর্যন্ত খেলার পক্ষপাতী নয় বিসিবি। তারপরও সে অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে বিসিবি। এর আগেও এমনটি হয়েছে ২ বার, ২০১০ সালে ২ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২০১২ সালে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ আয়ারল্যান্ড সফরে। প্রথমবার আইসিসির  অনুরোধে ঢেকি গিলে, দ্বিতীয়বার মাঠ ভাড়া থেকে শুরু করে স্বাগতিক দলের খরচও পর্যন্ত বিসিবি করেছে বহন! এমনিতেই ক্রিকেট বিশ্বে আয়ারল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত, তার উপর  আয়ারল্যান্ডের মাটিতে ২০১০ সালে ১-১ এ ওয়ানডে সিরিজ সমতার অতীত আছে বাংলাদেশের! আছে নিরপেক্ষ ভেন্যুতে ২০০৭ সালে আয়ারল্যান্ডের কছে হারের অতীতও। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের কথা মাথায় রেখে ক্রিকেট আয়ারল্যান্ডের এই প্রস্তাব বিবেচনায় আনার আগে অন্তত ২ বার তো ভাবা উচিৎ বিসিবি’র।   
তবে বাংলাদেশ, নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগে ২ দেশের বোর্ডের সম্মতিতে যার পর নাই খুশি ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেট্রমÑ‘দুই বিশ্বকাপের মধ্যে ৯ বা ১০টি ম্যাচ খেলার চেয়ে আমাদের লক্ষ্য বছরে অন্তত ততগুলো ম্যাচ খেলা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন