মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাকরী স্থায়ী করণের দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ৬:৩৯ পিএম

চাকরী স্থায়ী করনের দাবীতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। চাকরী স্থায়ী করনের দাবীতে রবিবার থেকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা তাদের চাকরী স্থায়ী করণ এবং অতিরিক্ত কাজের চাপ কমানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন- মিটার রিডার আবদুর রশিদ, মোঃ ইব্রাহীম, মোঃ সোহেল উদ্দিন, মোঃ কামরুল হাসান। সভায় বক্তারা বলেন পল্লী বিদুতের অনেক কর্মকর্তা কর্মচারীদের চুক্তি ভিত্তিক নিয়োগ হলেও পরবর্তীতে তাদের চাকরী স্থায়ী করা হয়েছে। কিন্তু মিটার রিডারদের চাকরী স্থায়ী করা হয়নি। এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস বলেন, দেশের আশিটি পল্লী বিদুৎ সমিতির সব মিটার রিডারদের চাকরীই চুক্তি ভিত্তিক। স্থায়ীকরণ করতে হলে পল্লী বিদুৎ বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে আমার কিছুই করনীয় নেই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন