বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে ২৪ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সেতু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ৭:০৫ পিএম

‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’ নামক চীনে নির্মিত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতু চালু করতে পুরোপুরি প্রস্তুত ম্যাকাও। আগামী ২৪ অক্টোবর এটি উদ্বোধন করা হবে আর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বুধবার।
চীনা সরকার পরিচালিত সংবাদ সংস্থা জিনহুয়া জানায়, দীর্ঘতম এই সেতুটি পার্ল রিভার লিংডিঙ্গিয়াং জলরাশির ওপর নির্মিত হচ্ছে। ২০০৯ সালে এই বহু বিলিয়ন ডলার ব্যয়ের সেতুটি নির্মান কাজ শুরু হয়।
সেতুটি চালু হলে ২৪ ঘণ্টা খোলা রাখা হবে এবং এই সেতু দিয়ে ম্যাকাও ও হংকংয়ের যাত্রী ও যানবাহনগুলো সরাসরি এক অঞ্চল থেকে আরেকটিতে যাওয়া আসা করতে পারবে। সেতুটি ব্যবহারের ক্ষেত্রে পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে ম্যাকাও ও ঝুহাইয়ের মধ্যে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য একটি যৌথ তদারকি এবং একবারের ছাড়পত্র নীতি অনুসরণ করা হবে।
নতুন এই কাস্টমস সিস্টেমের অধীনে পর্যটকদের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে একবারই ছাড়পত্র দেখাতে হবে। এই প্রক্রিয়া হতে পারে অটোমেটিক বা সেমি-অটোমেটিক বা ম্যানুয়াল।
পর্যটকদের জন্য দুই ধরনের সরকারি পরিবহন থাকবে। একটি নিয়মিত বাস সার্ভিস এবং আরেকটি শাটল সার্ভিস। এক চেকপয়েন্ট থেকে আরেক চেকপয়েন্টে যেতে-আসতে এই শাটল সার্ভিস ব্যবহার করতে পারবে পর্যটকরা।
শুক্রবার ম্যাকাও এসএআর সরকার ঘোষণা করে, আগামী মঙ্গলবার গুয়াংডং প্রদেশের ঝুহাইতে ‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’র উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ম্যাকাওয়ের প্রধান নির্বাহী চুই সাই অন। সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বুধবার। সূত্র: জিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন