শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেমিফাইনালে চোখ কিশোরদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সাফ অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চোখ বাংলাদেশ কিশোর দলের। আগামী বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলারদের শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টে অংশ নিতে আজ সকালে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ কিশোর দল। টুর্নামেন্টে সাফের ৭ সদস্য দেশের মধ্যে শ্রীলঙ্কা ছাড়া ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে- বাংলাদেশ, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপের দলগুলো হলো- ভারত, পাকিস্তান ও ভুটান।

দু’সপ্তাহ আগে লাল-সবুজের মেয়েরা ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে। মেয়েদের অনুর্ধ্ব-১৯ দলটি এএফসি বাছাই পর্ব খেলতে বর্তমানে তাজিকিস্তান রয়েছে। এমতাবস্থায় দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে টুর্নামেন্টের। এদিন অন্য ম্যাচে স্বাগতিক নেপাল মুখোমুখী হবে মালদ্বীপের। বাংলাদেশ কিশোর দল ২৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে মোকাবেলা করবে। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। এবং ফাইনাল হবে ৩ নভেম্বর।

নেপালগামী ৩২ সদস্যের বাংলাদেশ কিশোর দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা আনোয়ার পারভেজ। তার তিন সহকারী মাহবুব আলম পলো, জাহান-ই আলম নূরি ও মিজানুর রহমান। দলনেতা ফকিরেরপুলে ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো: সাব্বির হোসেন ও ম্যানেজার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য অমিত খান শুভ্র।

গতকাল বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিশোর দলের প্রধান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ টুর্নামেন্টে প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল বলে জানান, ‘সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আমরা আড়াই মাসের প্রস্তুতি নিয়েছি। আসরে সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে আমরা কাঠমান্ডু যাচ্ছি। ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করার চেষ্টা করবো। যেহেতু বয়সভিত্তিক দলের খেলা, তাই প্রতিপক্ষের শক্তি সম্পর্কে তেমন ধারণা নেই আমাদের। এমন কী ওই সব দলের কোন ম্যাচ ভিডিও আমরা খুঁজে পাইনি।’ তিনি যোগ করেন, ‘দলের ছেলেদের নিয়ে আমি আশাবাদী। প্রস্তুতি অনুযায়ী এটা বলতে পারি তারা হতাশ করবে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন