আশুলিয়া সংবাদদাতা
আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাকরি স্থায়ীকরণ ও বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশনের আশুলিয়ার নকল নবিশরা গতকাল বৃহস্পতিবার সকালে কলম বিরতি ও দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে। তালুকদার দেলোয়ার আক্তার লিপির সভাপতিত্বে কলম বিরতি ও মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল খান। এ সময় অফিসের নকল নবিশ কাজে নিয়োজিত ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, বিগত ১৫ মাস যাবৎ তাদের কাজের কোন পারিশ্রমিক পরিশোধ কর্তৃপক্ষ করেনি। প্রতিদিন তারা ১৫ পৃষ্ঠা লেখেন। প্রতি পৃষ্ঠা লেখনী বাবদ ২৪ টাকা তাদের দেয়া হতো। বিগত ১৫ মাস এ পারিশ্রমিকের টাকা পরিশোধ না করার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকার দলিল প্রতি প্রাপ্য টাকা নিলেও তাদের প্রাপ্য টাকা পরিশোধ করছে না। অবিলম্বে তাদের বকেয়া টাকা পরিশোধ ও তাদের চাকরিতে স্থায়ীকরণের দাবি জানান তারা। পাশাপাশি আগামী ৩ মে রাজধানীতে মহাসম্মেলনে যোগদান করার জন্যে সদস্যদের প্রতি আহ্বান জানান। নকল নবিশদের কলম বিরতির কারণে এ মাসের ২৪ তারিখ থেকে আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন না হওয়ায় বিপাকে পরেছে সাধারণ মানুষ। এ কলম বিরতি আগামি ২ মে পর্যন্ত চলবে বলেও জানান দাবি আদায়ে আন্দোলনে অংশগ্রহণকারীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন