শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এবার মাছ চুরির মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১:৫৬ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়ায় এবার মাছ চুরির অভিযোগে একটি মামলা হয়েছে। মামলাটি করেন কাজী মহিবুল রব নামে এক ব্যক্তি।
 
এ নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট ৫টি মামলা দায়ের হলো।  
 
বুধবার রাতে ৫ম মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।
 
মামলার এজাহার থেকে জানা যায়, জাফরুল্লাহ চৌধুরী তার মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের ১৯.৬৩ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে জবর দখল করার চেষ্টা করছেন এবং জমির মালিকের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবিসহ ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছেন।
 
মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ ২  জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাফরুল্লাহ চৌধুরী তার লোকজন দিয়ে জমিতে থাকা পুকুরের মাছ চুরি করিয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জাহিদ ২৫ অক্টোবর, ২০১৮, ৩:৪০ পিএম says : 0
হায়রে অভাগা দেশ আমরা কোথায় বাস করি। এই মিথ্যার দেশে আর বসবাস করতে ছি না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন