বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.

কাব্যানুবাদ : রূহুল আমীন খান | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৪০ পিএম

১০৩৭. চেয়েছে যা পায়নিকো তা চেষ্টাতে কেউ ধরার মাঝ

রয়ে গেছে চির বহাল ভাগ্যলিপি- খোদার কাজ।

১০৩৮. চেষ্টা কেবল আশার ফানুস, আকাশ কুসুম কল্পনা
চেষ্টা কেবল তুষ্টি মনের, ঊর্ণনাভের জালবোনা।

১০৩৯. হযরত সুলাইমান (আ.)-এর সময় আজরাঈল (আ.)-এর হাত
থেকে এক লোকের প্রাণ-রক্ষার সব চেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনা

১০৪০. সম্মানিত স্বাধীনচেতা একটি মানুষ ভোর বেলায়
এলো নবী সুলাইমানের দরবারে তাঁর রাজ সভায়।

১০৪১. ফ্যাকাশে মুখ নীলাভ চোখ, এস্ত ভীত বদন স্নান
হাল দেখে তার ‘কি হয়েছে’ শুধান নবী সুলাইমান ?

১০৪২. বলল : আমি আসার পথে আয্রাঈলে দেখনু ঠিক
কট্মটিয়ে রোষ ভরে সে তাকাচ্ছিল আমার দিক।

১০৪৩. ‘কি চাও তুমি আমার কাছে’? শুধান তাকে সুলাইমান
বলল : ‘জনাব, আপনি করুন বাতাস কে এ হুকুম দান :

১০৪৪. আমাকে সে এখান থেকে পৌঁছিয়ে দিক ভারত ঠাঁই
যেন আমি আয্রাঈলের কবল হতে রক্ষা পাই।

১০৪৫. এরূপ মানুষ দারিদ্র ও অভাব থেকে পালায় আর
অলিক মোহ, লোভ লালসার নির্বিশেষে হয় শিকার।

১০৪৬. চেষ্টা মানুষ করে বটে কিন্তু সবই হয় বেকার
পালিয়ে বেড়ায় অভাব থেকে, পিছ ছাড়ে না অভাব তার।

১০৪৭. হুকুম দিলেন তখন নবী : বাতাস তুমি শীঘ্র যাও
এ লোকটিকে ভারত সীমার গহীন দ্বীপে পৌঁছে দাও।

১০৪৮. সাথে সাথে অমনি বায়ূ হুকুম মত করল কাজ
পৌঁছে দিল সোমনাথের নিকটে এক দ্বীপের মাঝ।

১০৪৯. দ্বিতীয় দিন বসেন যখন খোদার নবী রাজ সভায়
আয্রাঈলে দেখতে পেয়ে তখন তিনি শুধান তায় :

১০৫০. ‘অমুক মুসলমানের পানে কাল আপনি রোষ ভরে
তাকিয়ে ছিলেন কোন্ কারণে ভয় পেল সে যার তরে।

১০৫১. সেই ভয়ে সে ভীত হয়ে ছাড়ল বাড়ি, ছাড়ল ঘর
হয়ে গেল বিবাগী সে, গেল হয়ে দেশান্তর’?
১০৫২. কন্ আয্রাঈল : ক্রোধে নহে, তাকিয়েছিলাম সবিস্ময়
যে জন হেথায়, ভারতে তার কেমনে আজই মৃত্যু হয়!

১০৫৩. আল্লা পাকের হুকুম তাহার জান কবযের যেই খানে
শত পাখায় উড়ে যেতে পারবেনা সে সেই খানে।

১০৫৪. খোদার হুকুম মতো আমি পৌঁছে ঠিকই হিন্দুস্তান
পেলাম তাকে এবং কবয করে নিলাম তাহার জান।

১০৫৫. রক্ষা যেমন পায়নি সে লোক পালিয়ে গিয়ে দূর ভারত
অভাব থেকে পালাবারো তেমনি কারোর নেই তাকত।

১০৫৬. সকল কাজই আল্লা’ পাকের ইচ্ছাতে হয় সম্পাদন
নয়ন খোলো, ভেবে দ্যাখো নিদ্রা-বেহুশ মানবগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন