বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের সমালোচনা করায় ব্রিটিশ মুসলিম এমপি বরখাস্ত

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলবিরোধী মন্তব্যের কারণে ব্রিটেনের লেবার পার্টির এক মুসলিম এমপিকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। ব্রাডফোর্ড ওয়েস্টের এমপি নাজ শাহ ফেসবুকে ইসরাইল বিরোধী এক পোস্টের কারণে সমালোচিত হয়েছিলেন। এতে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে সেখানে সরিয়ে নেয়ার পরামর্শ ছিল। লেবার পার্টির ওপর চাপ বাড়ছিল নাজ শাহকে তার এই ইসরাইল বিরোধী মন্তব্যের কারণে বরখাস্ত করার জন্য। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও তাকে বরখাস্ত করার জন্য লেবার পার্টির কাছে আহ্বান জানান। নাজ শাহ এই ফেসবুক পোস্টটি শেয়ার করেন ২০১৪ সালে। এতে যুক্তরাষ্ট্রের মানচিত্রের ওপর ইসরাইলের মানচিত্র বসিয়ে শিরোনাম দেয়া হয়েছিল: ‘ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের সমাধান : ইসরাইলকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হোক।’ এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যথেষ্ট জায়গা আছে ইসরাইলকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে সেখানে নিয়ে যাওয়ার। এর ফলে ফিলিস্তিনিরাও তাদের জমি ফিরে পাবে। এক বিবৃতিতে নাজ শাহ পরে বলেছিলেন, তিনি ২০১৪ সালে গাজার ওপর ইসরাইলি হামলার পটভূমিতে প্রচ- আবেগের বশবর্তী হয়ে এই পোস্ট দিয়েছিলেন। তিনি এই পোস্ট শেয়ার করা এবং ইসরাইল বিরোধী মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
করিব ২৯ এপ্রিল, ২০১৬, ১২:৩৭ পিএম says : 0
ইসরাইলের কালো হাত গুড়িয়ে দাও
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন