শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেনাপোলে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১০:৩৮ এএম

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাঁচ কেজি ১শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ সজিব (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় বেনাপোল সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক সজিব শার্শার সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিজিবি জানান, বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে বেনাপোলের বারোপোতা বাজারে এলাকায় ওই যুবককে একটি মোটরসাইকেলসহ আটক হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পাঁচ কেজি ১শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন