শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের প্রদর্শনী দেখে জাতি হতাশ

ইসলামী ঐক্য আন্দোলনের সম্মেলনে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর কাউন্সিল সম্মেলনে আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের প্রদর্শনী দেখে জাতি হতাশ ও বিরক্ত। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্য ছাড়া কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিতে ইসলামী ঐক্য আন্দোলন নেই। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া শতকরা ৯২ ভাগ মুসলমানের এই দেশে জাতির ভাগ্য পরিবর্তনের বিকল্প পথ নেই। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মাহবুব আলী মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের মহানগরী আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন আন্দোলনের নায়েবে আমীর প্রিন্সিপাল শাওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রূহুল আমীন, মুসলিম লীগের মহাসচিব আলহাজ্ব কাজী আবুল খায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আলী আসগর, ইসলামী ঐক্য আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন, অধ্যাপক মুফতী মুহিব্বুল্লাহ নাসির, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আবুবকর সিদ্দিক।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্বের প্রতি অবহেলা করার অধীকার কোনো মুসলমানের নেই। রাসূল (সা.) এর দশ বছরের মাদানী জীবন এবং খোলাফায়ে রাশেদার ৩০ বছরের ইসলামী রাষ্ট্র পরিচালনার মধ্যে প্রকৃত সুন্নতী জীবন নিহিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন