শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প সমালোচকদের নামে বোমার প্যাকেট, যুক্তরাষ্ট্রে তোলপাড়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সর্বশেষ জো বাইডেন ও রবার্ট ডি নিরোর ঠিকানায় কে বা কারা পাইপসদৃশ বোমাভর্তি প্যাকেট পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রে তোলপাড় সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও অভিনেতা রবার্ট ডি নিরোর উদ্দেশে পাঠানো তিনটি বোমার প্যাকেট পরীক্ষা-নিরীক্ষা করছেন দেশটির তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যরা। এ দুজনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত। এফবিআই জানিয়েছে, গত কয়েক দিনে বারাক ওবামা হিলারি ক্লিনটনসহ অন্যান্য যুক্তরাষ্ট্রের হাইপ্রোফাইল নাগরিককে ডাকযোগে পাঠানো ‘পাইপসদৃশ বোমা’র সঙ্গে সর্বশেষ জো বাইডেন ও ডি নিরোকে পাঠানো বোমা তিনটির গঠনগত মিল রয়েছে। প্যাকেটগুলোতে সালফারসহ বিস্ফোরক উপাদান রয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য বেশ কয়েকটি উদ্ধারকৃত বোমার প্যাকেট এফবিআইর ভার্জিনিয়ার কোয়ান্টিকোর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্যাকেটগুলোর প্রতিটির ভেতরেই ছয়টি স্থায়ী স্ট্যাম্প লাগানো রয়েছে এবং ফিরতি ঠিকানা হিসেবে ভুল বানানে ফ্লোরিডার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেবি ওয়াসারম্যান শাল্টজের একটি কার্যালয়ের ঠিকানা লেখা রয়েছে। এখন পর্যন্ত এই বোমা পাঠানোর রহস্যের কোনো কিনারা করতে পারেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তবে তারা বলছে, পাইপ বোমাওয়ালা প্যাকেটগুলোর বেশিরভাগই ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোথাও প্রস্তুত করা হয়ে থাকতে পারে। গোয়েন্দা সংস্থা এফবিআইর এজেন্টরা বোমা পাঠানোর ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে রাত-দিন কাজ করছে বলে বৃহস্পতিবার জানান ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল জেফ স্যাসনস। এ ছাড়া যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বোমার প্যাকেট পাঠানো হচ্ছে, তাদের সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত। অভিনেতা রবার্ট ডি নিরো স¤প্রতি ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসেন। এ ছাড়া গণমাধ্যম সিএনএনের কার্যালয়েও বোমার প্যাকেট পাঠানো হয়। সিএনএনে প্রকাশিত খবরকে ট্রাম্প প্রায়ই ভুয়া খবর বলে আখ্যা দেন। এ পর্যন্ত আটজনকে ১০টি বোমার প্যাকেট পাঠানো হয়েছে। সব বোমা নিরাপদে ধ্বংস করা হয়েছে, এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত কয়েক দিনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক সিআইএর প্রধান জন ব্রেনান ও সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারকে বোমার প্যাকেট পাঠানো হয়। জন ব্রেনান সিআইএ ছেড়ে দেওয়ার পর মাঝেমধ্যেই সিএনএনে রাজনৈতিক ভাষ্যকার হিসেবে আবির্ভূত হন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওমেন ম্যাক্সিন ওয়াটারসকে দুটি এবং লিবারেলদের কর্মকেণ্ডের অনুদানদাতা ধনাঢ্য ব্যক্তি জর্জ সরোসকে তাঁর নিউইয়র্কের বাসায় ডাকযোগে একটি বোমার প্যাকেট পাঠানো হয়েছে। ট্রাম্প এবং তাঁর রিপাবলিকান মিত্ররা এ দুজনকে নিয়ে মাঝেমধ্যেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। অন্যদিকে সর্বশেষ যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে জো বাইডেনের বাসায় দুটি এবং নিউইয়র্কে রবার্ট ডি নিরোর কার্যালয়ে একটি বোমার প্যাকেট উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই। দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন