মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলি গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি

অনশনকেই প্রতিবাদের ভাষা করছেন ফিলিস্তিনি বন্দি আদনান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ফিলিস্তিনের গাজায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির ৩১তম শুক্রবারে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন ১৭০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা জানান, নিহতরা হলেন মোহাম্মদ আব্দুল নাব্বি, নাসের আবু তায়েম, আহমেদ আবু লেবদা, আয়েশ শাথ ও নাসের আবু তিম। বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি গুলির প্রতিবাদে হামাস ১৪ টি রকেট নিক্ষেপ করেছে। এগুলোর মধ্য ১০টি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী। ১১ বছর ধরে গাজায় ইসরাইলি অবরোধ ও নিজ ভূখন্ডে ফেরার দাবিতে গাজায় ফিলিস্তিনিরা টানা ৩১ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে। মার্চে শুরু হওয়া এই বিক্ষোভে এপর্যন্ত অন্তত ২১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরাইলি গুলিতে। এ সময়ে ইসরাইলি সেনাদের ছোড়া তাজা গুলিতে অন্তত ২২ হাজার ৮৯৭জন আহত হন। এদিকে, শুক্রবার ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। চিকিৎসাকর্মীরা নিহতের নাম ওথমান লাদাদওয়া বলে জানিয়েছেন। তাকে পেছন থেকে গুলি করা হয়েছে। অপর এক খবরে বলা হয়, বিচার বর্হিভূত আটকাদেশের প্রতিবাদে ইসরাইলি সামরিক কারাগারে ৫৫ দিন ধরে আমরণ অনশন করছেন ফিলিস্তিনি কারাবন্দি খাদের আদনান। ৪০ বছর বয়সী আদনানের স্ত্রী রান্দা মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এ কথা জানিয়েছেন। ইসরাইলি দখলদারিত্বের বিপরীতে ধারাবাহিক অনশনকেই প্রতিবাদের ভাষা বানিয়েছেন খাদের। ২০০৪ সাল থেকে চারবার ইসরাইলি কারাগারে আমরণ অনশন করে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন তিনি। এর মধ্যে একবার তার অনশন ৬৭ দিন পর্যন্ত দীর্ঘ হয়েছিল। খাদেরের স্ত্রী রান্দা দাবি করেছেন, অনশন ভাঙাতে নির্যাতনসহ নানামুখী চাপ দেওয়া হচ্ছে তার স্বামীকে। প্রশাসনিক আটকাদেশের প্রতিবাদে প্রথমবার ২০০৪ সালে ২৫ দিন অনশন করেন আদনান। এই আদেশে কোনও অভিযোগ ছাড়াই ছয়মাস পর্যন্ত ফিলিস্তিনিদের আটক রাখতে পারে ইসরাইলি কর্তৃপক্ষ। এই মেয়াদ অনির্দিষ্টকালের জন্য নবায়ন করা যায়। ফলে প্রশাসনিক আটকাদেশের কারণে ফিলিস্তিনি বন্দিরা বছরের পর বছর কারাগারে থাকতে পারে। দ্বিতীয়বার আদনানের ৬৭ দিনের অনশন শেষ হয় ২০১২ সালে। তৃতীয়বারের মতো তিনি অনশন করেন ২০১৪ সালে। সেবার এটি ৫৪ দিন দীর্ঘ অনশনের পর মুক্তি মিলেছিল তার। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জেহাদের সদস্য খাদের আদনান। ২০০৪ সাল থেকে ১১ বার কারাবন্দি হয়েছেন তিনি। ইসরাইলি কারাগারের অভ্যন্তরে ফিলিস্তিনি বন্দিদের মুখপাত্রে পরিণত হয়েছেন এই অ্যাকটিভিস্ট। চলতি মেয়াদে আমরণ অনশন শুরু করলে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ তাকে নির্জন কারাকক্ষে পাঠায়। মিডল ইস্ট আই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন